বাংলাদেশ ব্যাংক ডলারের কেনাবেচার নিয়মে পরিবর্তন এনে এবার থেকে প্রতিদিন একটি ‘রেফারেন্স রেট’ বা ভিত্তিমূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১২ জানুয়ারি থেকে এই ভিত্তিমূল্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো এই ভিত্তিমূল্যের মধ্যেই আলোচনা সাপেক্ষে তাদের গ্রাহকদের সঙ্গে ডলারের বিনিময়মূল্য নির্ধারণ করতে পারবে। আগামী ৫ জানুয়ারি থেকে ডলারের বড় লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। প্রতিদিন সকাল ১১টার আগ পর্যন্ত লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে সকাল সাড়ে ১১টার মধ্যে। আর সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে হওয়া লেনদেনের তথ্য বিকেল সাড়ে ৫টার মধ্যে জানাতে হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ছকের ভিত্তিতে এসব লেনদেনের তথ্য সংগ্রহ করবে এবং এর আলোকে প্রতিদিন ডলারের রেফারেন্স রেট নির্ধারণ করা হবে।বিদেশি মুদ্রার লেনদেন ও হস্তক্ষেপ নীতিমালা বাংলাদেশ ব্যাংক নতুন একটি নীতিমালা ঘোষণা করেছে, যার লক্ষ্য হলো বর্তমান বিনিময় হার ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো। পুরোপুরি বাজারভিত্তিক মুদ্রাবাজার প্রতিষ্ঠার আগে এই ব্যবস্থা চালু রাখা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরের মধ্যে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে। এর আগে, গত মে মাসে বাংলাদেশ ব্যাংক ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করে, যার ফলে ডলারের দর ৭ টাকা বেড়ে ১১৭ টাকায় পৌঁছায়।
সম্প্রতি ডলারের অস্থিতিশীল মূল্যবৃদ্ধি দেখা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্সের ক্ষেত্রে সর্বোচ্চ ১২৩ টাকার সীমা নির্ধারণ করে। পাশাপাশি, কিছু ব্যাংকের উচ্চ দামে ডলার কেনার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নতুন নিয়ম বাজারে ডলারের অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এবং মুদ্রাবাজার আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে।