কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব চৌধুরী, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো কক্সবাজারের উখিয়া উপজেলা পরিদর্শন করেছেন চট্টগ্রামের ৯৫ তম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। গত বুধবার (২৩ আগস্ট) দুপুরে তিনি প্রথমে সফরসঙ্গীদের সাথে নিয়ে উখিয়ার ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেন। সেখানে ক্যাম্প ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রোহিঙ্গা মানবিক সহায়তা কর্মসূচিতে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে বিকাল ৪ টার দিকে উখিয়া উপজেলা পরিষদে পৌঁছালে নতুন বিভাগীয় কমিশনার কে স্বাগত জানান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। সেই সময় তিনি রাজাপালং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় ইউনিয়নের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জাহাঙ্গীর কবির চৌধুরী তাঁকে সার্বিক বিষয়াদি অবগত করেন ও উপস্থিত ইউপি সদস্যদের সাথে কথা বলেন।

সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করে বিভাগীয় কমিশনারের গাড়িবহর। কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব চৌধুরী, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।