মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ প্রধান উপদেষ্টার বক্তব্যকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকে পোষ্ট করেও বহাল তবিয়তে আছেন নেত্রকোনার মদন উপজেলার হিসাবরক্ষণ অফিসের কম্পিউটার অপারেটর আব্দুল আউয়াল।

জুলাই যুদ্ধাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জুবায়েদ আহমেদ  ৭ আগষ্ট  দায় সারাভাবে একটি কারণ দর্শানো নোটিশ দেন আওযালকে।  ১০ দিন অতিবাহিত হলেও এখনও নোটিশের জবাব দেয়নি আওয়াল।

জানা যায়,গত ৬ই আগস্ট জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের  বক্তব্য সম্মিলিত সংবাদের ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে কটুক্তি করেন আব্দুল আউয়াল।বিষয়টি  নজরে আসে উপজেলার একাধিক জুলাই যোদ্ধার। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ই আগস্ট আব্দুল আউয়ালকে দায়সারা ভাবে কারণ দর্শানোর একটি  নোটিশ দেন  উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জোবায়েদ আহমেদ। কারণ দর্শানোর নোটিশে পত্র পাওয়া মাত্রই অভিযোগের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়। অভিযোগ দশ দিন অতিবাহিত হলেও এখনো অভিযোগের বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি আব্দুল আওয়াল।  তবে এ ব্যাপারে হিসাব রক্ষণ কর্মকর্তা কারণ দর্শানো নোটিশর অনুলিপি  ৭ আগষ্ট  উপজেলা নির্বাহী অফিসার ও ডিভিশনাল কন্ট্রোলার্স অফ একাউন্টস, ময়মনসিংহে অবগত করে নোটিশটি পাঠালেও ১০ দিনেও নোটিশ পাননি ডিভিশনাল কন্ট্রোলার অফ একাউন্টস  অফিসার।  

এ বিষয়ে মদন উপজেলার একাধিক জুলাই যোদ্ধা বলেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সংবাদের ফটোকার্ড ফেসবুকে পোস্ট করে কটুক্তি মূলক মন্তব্য করেন আব্দুল আউয়াল।যা আমরা দেখতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে বিষয়টি জানাই কিন্তু এখন পর্যন্ত কোন দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখিনি।আমরা চাই অতি শীঘ্রই এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা  করবে জুলাই যোদ্ধারা। 

অভিযুক্ত আব্দুল আউয়াল,  আমার অসুস্থ আগামীকাল এর জবাব দেব। এমন মন্তব্য কেন করতে গেলেন এমন জবাবে বলেন,ফোনটি আমি বাসায় রেখে আস ছিলাম।  পরে কথা বলি বলে রেখে দেন।


এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জোবায়েদ আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় ও প্রধান উপদেষ্টার মন্তব্যে বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় আব্দুল আউয়ালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ।  এখনও নোটিশের জবাব পাইনি। আগামীকাল জবাব দেবে। 


এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, আমার জানামতে আওয়ালকে একটি কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

ডিভিশনাল কন্ট্রোলার অফ একাউন্টস  অফিসার প্রনয় কুমার পাল জানান, এ বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি এখন পর্যন্ত। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।