বরিশালের বানারীপাড়ার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের প্রবাসী আল আমীন সরদারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। গত ১৪ই জানুয়ারি বুধবার প্রবাসী আল আমীন সরদারের বাড়িতে চুরির ঘটনায় চোরেরা বসত ঘরের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে কিন্তু পাকা ঘরের ভিতর থেকে বাথরুমের দরজা আটকানো থাকায় রুম গুলোতে যেতে ব্যর্থ হয়। পরবর্তীতে ঘরের বাহিরে থাকা হাঁস মুরগীর খড় থেকে ২ চীনা জাতীয় হাঁস চুরি করে নিয়ে যায়। পরের দিন চুরির ঘটনা টি আলোচনায় আসলে প্রতিবেশী আরিফ সরদার জানায় উক্ত চুরির সাথে স্থানীয় বাসিন্দা মো. জান্নাত মোল্লা(২৬),জিহাদ মোল্লা(১৬) ও সিফাত মোল্লা(১৭) জড়িত। এতে আল আমীন সরদারের স্ত্রী ও মেয়ে জান্নাত মোল্লাকে জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে প্রবাসীর স্ত্রী ও মেয়েকে প্রাণনাশের হুমকি দেয়। প্রবাসী সরদারের স্ত্রী জোছনা বেগম জীবনের নিরাপত্তার জন্য থানা পুলিশের দারস্থ হয়।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান,আমরা ইতোমধ্যে একটি অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং বাদিসহ তার পরিবারের জীবনের সুরক্ষায় বানারীপাড়া থানা পুলিশ কাজ করবেন।