পিএসসি প্রশ্নফাঁসের গ্রেফতারকৃত ১৭ জনের মধ্যে একজন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার নোমান সিদ্দিকী। তিনি প্রশ্নফাঁসের মামলার ২নং আসামি। পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তিনি স্ত্রীর বাইরে কোন কাজ কিংবা কথা বলেন না। সেনাবাহিনীর চাকরি ছেড়ে স্ত্রী সাফিয়া সুলতানা স্বর্ণার যোগসাজশে প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িয়ে যান। পরিবার ও স্বজনদের সাথে তার তেমন সম্পর্ক ভালো নয়।

পিএসসি বাংলাদেশের সর্বোচ্চ এবং কঠিন অধ্যাবসায়ের পরীক্ষা, যেটি উর্ত্তীণ হলে দেশের সর্বোচ্চ পদে অর্থাৎ প্রথম শ্রেণির নাগরিক হন। আবার বাংলাদেশের সূর্য সন্তান এবং সবচেয়ে মেধাবীর তকমা লাগানোর তাদেরকেই। 

পিএসসি প্রশ্নফাঁসের গ্রেফতারকৃত ১৭ জনের মধ্যে একজন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার নোমান সিদ্দিকী। তিনি প্রশ্নফাঁসের মামলার ২নং আসামি। পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,  তিনি স্ত্রীর বাইরে কোন কাজ কিংবা কথা বলেন না। সেনাবাহিনীর চাকরি ছেড়ে স্ত্রী সাফিয়া সুলতানা স্বর্ণার যোগসাজশে প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িয়ে যান। পরিবার ও স্বজনদের সাথে তার তেমন সম্পর্ক ভালো নয়।

খোঁজ নিয়ে আরো জানা যায়, নোমান রামগতির চর মেহের আজিজিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি পাস করেন।১৯৯৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করে ১৯ বছর পর চাকরি জীবনের ইতি টানেন। চাকরি জীবনে তিনি লাইবেরিয়ার শান্তি মিশনে দায়িত্ব পালন করেন। নোমান রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর মেহের মৃত আবু তাহের মিয়ার ছোট ছেলে।২০০৭ সালে তিনি পাবনার ঈশ্বরদী উপজেলা শহরের শাহাব উদ্দিনের মেয়ে সাফিয়া সুলতানা স্বর্ণাকে বিয়ে করেন। স্বর্ণা ঢাকার মিরপুরে শিক্ষা অধিদপ্তরের চাকরি করতেন এবং পিতা শাহাব উদ্দিন বিদ্যুৎ কর্মকর্তা ছিলেন। স্বর্ণা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলুর আত্মীয় বলে জানা যায়।

নোমানের বিষয়ে জানতে চাইলে তার বড় ভাই ওমর ফারুক ও ভগ্নিপতি মেজবাহ উদ্দিন জানান, বিয়ের পর থেকে নোমান বাড়িতে খুব একটা আসতেন না। তার বাবা আবু তাহের মিয়ার মৃত্যুর পর মোটেই আসে নাই। যদিও কোন কারণে আসতেন তবে পরিবারের কারো সাথে দেখা বা কথা বলতেন না। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তিনি ঢাকায় থাকতেন। গ্রামের বাড়িতে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ছাড়া আর কোন কিছু করে নাই। ভাইয়েরা আরো বলেন, যদি কোন কিছু করেও থাকেন, তবে তার স্ত্রী ও শ্বশুর এলাকায় এবং ঢাকাতে করেছেন।নোমানের মেজো ভাই মোঃ সালাহউদ্দিন সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার পদে বর্তমানে কর্মরত আছেন।