কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অবস্থিত এ জায়গাটি ছোট ফেনী নদী এবং বঙ্গোপসাগরের মোহনা। একসাথে নদী এবং উত্তাল সমুদ্রের মজা পাওয়া যায় এখানে, সাথে সবুজে ঘেরা ঝাউবাগান এবং বিস্তির্ণ সবুজ মাঠ এবং লাখ লাখ গরু,মহিষের অভয়ারণ্য।

মুছাপুর ক্লোজার সীবিচ , কোম্পানীগঞ্জ, নোয়াখালী। নোয়াখালীর একটি লুকায়িত সৌন্দর্য যা মানুষের কাছে খুব একটা পরিচিত না হলেও আমাদের নোয়াখালীবাসী তথা কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছে অতি গর্বের বিষয় যে আল্লাহ আমাদের বাড়ির পাশেই এমন সৌন্দর্যে ভরা লীলাভূমি দিয়েছেন ।

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অবস্থিত এ জায়গাটি ছোট ফেনী নদী এবং বঙ্গোপসাগরের মোহনা। একসাথে নদী এবং উত্তাল সমুদ্রের মজা পাওয়া যায় এখানে, সাথে সবুজে ঘেরা ঝাউবাগান এবং বিস্তির্ণ সবুজ মাঠ এবং লাখ লাখ গরু,মহিষের অভয়ারণ্য।

যারা একাকী নিরবে সময় কাটাতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য মোক্ষম জায়গা এটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ভ্রমন পিপাসু মানুষ এখানে সময় কাটানোর জন্য আসেন। পর্যটনকারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য প্রশাসন থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। সময় থাকলে যে কেউ ভ্রমণ করার জন্য নিশ্চিন্তে মুসাপুর সৈকতে আসতে পারেন।