বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ক্লাব প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কাজী কবির উদ্দিন এবং সাবরিনা আক্তার।
এ সময় আমড়া ৬০, কাঠাল ৩০, জলপাই ৩০, ক্যাফল ৪০, আমলকি ২৫, চালতা ৪০, বরই ২০, মেহগনি ২০, লেবু ৪০ ও রেইনট্রি ৩৫টি সহ মোট কয়েকশতাধিক চারা রোপণ করা হয়।
চারা গাছগুলো ফকিরহাটের সাতশৈয়া আনসার ভিডিপি ক্লাব ও সাধের বটতলা আনসার ভিডিপি ক্লাব প্রাঙ্গণে রোপণ করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা মন্ডল জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ প্রকৃতি গড়ে তুলতে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।