ফরিদপুরে আলোচিত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি এবং ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছিরসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ছাত্র সমন্বয়কেরা। রবিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুর ছাত্র সমন্বয় দলের অন্যতম নেতা সোহেল রানা। সমন্বয়ক সোহেল রানা অভিযোগ করেন, "ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলায় অংশ নেওয়া গোলাম নাছির ও জুবায়ের জাকিরের মতো আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এমনকি তারা ঢাকায় শ্রমিক ফেডারেশনের বর্ধিত সভায় প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, যা মেনে নেওয়া যায় না। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করতে ব্যর্থ। তিনি আরও বলেন, "আগামী পাঁচ দিনের মধ্যে নাছিরসহ অন্য হামলাকারীদের গ্রেফতার না করা হলে আমরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করব।" এসময় উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয় দলের আরও অনেক নেতৃবৃন্দ, যাঁদের মধ্যে আবরার নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্ত, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খান, ওয়ালিদ প্রমুখ উল্লেখযোগ্য। সংবাদ সম্মেলনে সোহেল রানা আরও দাবি করেন, ফরিদপুরের সাধারণ মানুষ ও ছাত্রসমাজ হতবাক যে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির ও জুবায়ের প্রকাশ্যে সভায় বক্তব্য রাখতে পারছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের গ্রেফতারের জন্য এই আল্টিমেটাম দেওয়া হয়েছে। অপরদিকে, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেছেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর। ইতোমধ্যেই অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেফতার করতে আমরা কাজ করছি।" ফরিদপুরের সাধারণ মানুষ এবং ছাত্রসমাজ এখন তাকিয়ে আছে, পুলিশের পক্ষ থেকে কত দ্রুত এই মামলার আসামিদের আইনের আওতায় আনা হয়।