ফরিদপুরের সদরপুরে ন্যাশনাল প্রাইভেট হসপিটাল নামে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত একটি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল দশটায় সদরপুর কলেজ মোড়ে অবস্থিত হাসপাতালের নিজস্ব ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রুবানা তানজিন, সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মমিনুর রহমান সরকার,
সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর, আমিরাবাদ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ মালেক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ন্যাশনাল প্রাইভেট হসপিটালএর নির্বাহী পরিচালক রাজিব হোসাইন জানিয়েছেন, এই অঞ্চলে অধিক সংখ্যক মানুষের মাঝে স্বল্প খরচে চিকিৎসা সেবা পৌঁছানোর লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা শুরু। সাধারণ ও জরুরি বিভাগে রোগীদের নিয়মিতভাবে সেবা দেয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্পেশাল বিভাগগুলো অনতিবিলম্বে পর্যায়ক্রমে চালু করা হবে। রোগী সেবায় স্বল্প খরচের বিষয়টি আমাদের বিশেষ বিবেচনায় আছে।