রোববার ভোর থেকে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামেরদী, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড ও ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী, মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। অপরদিকে ফরিদপুর ঢাকা, ঢাকা খুলনা রেলপথে গাছের গুঁড়ি ফেলে লাল পতাকা টানিয়ে অবরোধ করে রাখা হয়েছে। এতে করে হামেরদী রেল সড়কে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকা পড়ে আছে। ভাঙ্গা রেলওয়ে ষ্টেশন মাষ্টার রনি ব্যাপারী জানান, সকাল সাড়ে আটটার দিকে হামেরদী নামক স্থানে আন্দোলনকারীরা নকশিকাঁথা কমিউটার ট্রেন অবরোধ করে রেখেছে। যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ভাঙ্গা হয়ে চলাচলকারী সকল যানবাহন বন্ধ রয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রাখা হয়েছে।
অপরদিকে এই আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়াকে আজ রোববার সকালে ডিবি পুলিশ আটক করেছে। তার আটকের সংবাদ আন্দোলনকারীদের মাঝে ছড়িয়ে পড়লে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ মহাসড়কে নেমে আসে ও বিক্ষোভে ফেটে পড়ে।
আন্দোলনকারীদের দাবি ভাঙ্গা বাসির যৌক্তিক দাবি ইসি মেনে না নেওয়া পর্যন্ত লাগাতার অবরোধ কর্মসূচি পালন করবে ভাঙ্গাবাসি।