সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিরসাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি ।তিনি বলেন - শেখ হাসিনার উন্নয়ন কল্পনা করা যায় না। গত চৌদ্দ বছরে ক্ষমতায় থেকে বাংলাদেশের মঙ্গা শব্দ এখন মিউজিয়ামে । আপনারা ফারিন হোসেন দিদার কে ভোট দিলে ভোট পাবে শেখ হাসিনা । তাই যারা আওয়ামী লীগের নেতা সেজে সুযোগ সুবিধা নিয়ে স্বতন্ত্র প্রার্থী সেজে আঃলীগের সাথে বিশ্বাস ঘাতকতা, বেইমানি করছে আপনারা তাদের ভোট দিবেন না । আগামী ২৭ জুলাই শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতীক জয়ী করেন । ছয় মাসের মধ্য দেওয়ানগঞ্জ পৌরসভা "ক" শ্রেণীতে উন্নীত হবে । দেওয়ানগঞ্জ পৌরবাসীর কোন মঙ্গা থাকবে না।
কর্মী সভায় উদাত্ব আহবান জানিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য প্রদান করে জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বলেন - আওয়ামী লীগের পদ ধারী দুইজন প্রার্থী লাশের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে নির্বাচন করতে চায়। তাদের বন্দুকের বিরুদ্ধে লাঠি ব্যবহার করে দাঁতভাঙ্গা জবাব দেবেন পৌরবাসী। সকল ভেদাভেদ ভুলে, কোন ব্যক্তি বিশেষ কে প্রাধান্য না দিয়ে, স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, দেওয়ানগঞ্জ বাসীর প্রতীক নৌকায় ভোট দিয়ে ফারিন হোসেন দিদারকে জয় যুক্ত করার আহব্বান জানান এম.পি আবুল কালাম আজাদ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন দুলাল এম.পি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, দেঃগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ হারুন, পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী মিসেস ফারিন হোসেন দিদার, সাবেক ছাত্রনেতা এম রশিদুর রহমান বাদল প্রমুখ । সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ।