জয়পুরহাটের কালাইয়ে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ এপ্রিল) সকাল ১১ টায় কালাই আন-নাজাত ফাউন্ডেশন ও কালাই উপজেলার ছাত্র জনতাদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল টি বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচশিরা হয়ে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিণত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে মোহাম্মদ আলী জিন্নাহ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কালাই আহলে হাদিস জামে মসজিদের খতীব ও হাতিয়র কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সেলিম রেজা।
এছাড়াও বক্তব্য রাখেন, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আজিজার রহমান, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ চঞ্চল, শিরট্টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী, কালাই ডিগ্রি কলেজ এর সভাপতি তাজ উদ্দিন তাজ, কালাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এ্যাড: নাফিউৎজ্জাম তালুকদার ডলার,জনি তালুকদার, মোঃ তফিকুল ইসলাম বিএনপি নেতাসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ সাগরসহ মোঃ শামীম ইসলাম ।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে অব্যাহত বর্বর হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। তারা এই আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিবাদ ছাড়া ফিলিস্তিনের এই গণহত্যা রোধ সম্ভব নয়। একইসঙ্গে তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন মসজিদের মুসল্লি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিকাল ৪ ঘটিকায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।