২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও মুক্তি যোদ্ধা পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।বুধবার(২৬মার্চ)উপজেলা মিলনায়তনে ওই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ফুলপুর মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর এর সঞ্চালনায়,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,ফুলপুর পৌর সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি।উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা নির্বাচন অফিসার মোঃবেলাল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগন বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি আপনাদের এই দুঃসাহসিক যাত্রাটা সহজ ছিল না। আপনারা জীবনের মায়া ত্যাগ করে দেশকে ভালোবেসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনারা জানতেন না কে কখন শাহাদাত বরণ করবেন তারপরও দেশকে ভালোবেসে যুদ্ধ করেছেন। আপনাদের এই ত্যাগ জাতি চিরদিন স্বরন রাখবে।
এসময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা,শহীদ পরিবারের সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।