"সচেতন যুবকরাই সমাজের প্রাণ" এই স্লোগানকে সামনে রেখে মঙ্গল বার ৬ আগষ্ট বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩ নং ফুলবাড়ী সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নাগদাহ প্রদীপ বাজার সংলগ্ন আলী হোসেনের বাড়ির সামন থেকে খয়রাত হোসেনের বাড়ির পর্যন্ত কাঁচা রাস্তাটিতে সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে "সচেতন যুব সংঘ" সংগঠনের উপদেষ্টা নাঈম খন্দকারের আর্থিক সহযোগিতায় ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাদা হওয়া রাস্তায় ৯ ট্রলি ইটের খোয়া দিয়ে চলা চলের সুব্যবস্থা করা হয়েছে।
এসময় "সচেতন যুব সংঘ" সংগঠনের কিছু সদস্য ও এলাকাবাসী বেশ কিছু মানুষ স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত কাজে সহযোগীতা করে কাজ সম্পূর্ণ করেন।ঐ এলাকার বেলাল হোনেন বসুনিয়া জানান, একটু বৃষ্টি হলেই এই রাস্তাটা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়। এটি একটি মানবিক কাজ। যারা এই মানবিক কাজগুলো অর্থনৈতিক ও শারীরিক শ্রম দিয়ে করিতেছে, তারা সমাজের গর্ভ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ওই এলাকার গোলাম ফারুক জানান, আমাদের বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়েছে। একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, সাইকেল বা মোটরসাইকেল দিয়ে যাতায়াত করা খুব কষ্টকর। আজকে এই ইটের খোয়া এবং যারা শারীরিক শ্রম দিয়ে এই রাস্তাটি মেরামত করলো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, এই কাজ গুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের করা কথা থাকলেও তারা সা করে পাশ কাটিয়ে যায়,তাদের চোঁখে পড়েনা।