অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই স্লোগানকে সামনে রেখে ফেনীতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। সোমবার (১০ ফেব্রুয়ারী) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মো বাতেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, ফেনী জেলা সকল ইউএনও বৃন্দ ও ফেনী জেলার সকল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং মিডিয়াকর্মী সাংবাদিক ফখরুল ইসলাম। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন ও তৃতীয় পর্যায় প্রকল্প ফেনী এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মহাবুল হক এর সঞ্চালনায় গ্রাম আদালত আইন  ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারী ও দেওয়ানী বিরোদের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত গঠিত হয়। তিনি এসময় গ্রাম আদালতের বিভিন্ন প্রজেক্ট ও বাস্তবায়ন সম্পর্কে পর্যালোচনা করেন। ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা বলেন বৈষম্য বিরোধী আনদোলনের পর থেকে ফেনী জেলা ৪৩ টি ইউনিয়নের কর্মকর্তাদের উপস্থিতিতে কোন কার্যক্রম চালানো যাচ্ছেনা, এতে জনগনের নিত্য প্রয়োজনীয় কাজের চরম বেঘাত ঘটছে। পরে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন কাজের তদারকি করেন। এসময় তিনি ফেনী পৌরসভার সকল দায়িত্বরত কর্মকর্তাদের ভালো প্রসংশা করেন। জেলা প্রশাসক আরো বলেন ৫ আগষ্টের পর  ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা অনুপস্থিতর কারণে কাজ না করা গেলে এখন তাহলে সাধারণ মানুষের প্রয়োজনীয় কাজ করতে পারছে না। এসময় তিনি ইউএনওদেরকে আগামী  ২০ ফেব্রুয়ারীর মধ্যে সভায় বসে ডেডলক কাটিয়ে উঠার পথ খুঁজে বের করতে নির্দেশ দেন। সভাপতির বক্তব্যে গোলাম মো বাতেন বলেন যেহেতু আমারা ইউনিয়ন পর্যায়ে লোকবল সংকটে কাজ করতে পারছিনা তাই আপনারা এলাকায় গন্যমান্য ব্যাক্তিদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ৩ (তিন) জনের একটি প্যানেল রেডি করেদিন, যাতে অনতত ইউনিয়ন পর্যায়ের কাজ চালিয়ে পারি।এসময় তিনি আরো বলেন বন্যায় আমাদের অবর্ণনীয় ক্ষতি হয়েছে এতে ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়েছে। এই ক্ষতি এড়াতে আমাদের কি করণীয় আছে মর্মে পরামর্শ চাইলে মোঃ মহাবুল হক বলে প্রাথমিক পর্যায়ে আমাদের জিডি করে রাখতে হবে বলে পরামর্শ দেন।