ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত এডহক কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জেলার সম্মিলিত খেলোয়াড় ও ক্রিড়া সংগঠকবৃন্দ। ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের ভাষা শহিদ সালাম স্টেডিয়ামের মূল ফটকে উক্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। ফেনী জেলার সম্মিলিত খেলোয়াড় ও সংগঠকদের আয়োজনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ইমন উল হক, সাবেক ফুটবলার ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন হেলাল, সাবেক ফুটবলার আবুল কালাম, রিয়েল টাইম ক্রিকেট একাডেমির সাইফুল ইসলাম সাগর, ফেনী জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, ইয়াং ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। ওয়াপদা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ও বয়সভিত্তিক দলের ক্রিকেট কোচ কফিল উদ্দিন সঞ্চালনায় এ সময় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ফেনী জেলার ক্রীড়া সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের নিয়ে গঠিত ফেনী জেলা সংস্থার বিতর্কিত অ্যাডহক কমিটি বাতিল ও জাতীয় ক্রীড়া পরিষদ পরিপত্র অনুযায়ী ফেনী জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত কমিটি বহালের দাবিতে এ অবস্থান কর্মসূচি। বক্তারা- অবিলম্বে বিতর্কিত এই কমিটির প্রত্যাহার না করলে আন্দোলন চলমান ও আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।