বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, বিজিবির মাধ্যমে সরকারি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বেসরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ছাগলনাইয়ার কিছুটা উঁচু এলাকার বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে ঘরে ফিরছেন বেশিরভাগ মানুষ। তবে রাধাঁনগর ও শুভপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সড়ক ও বাড়ি এখনো পানিবন্দী। এদিকে ঢাকা -চট্টগ্রামের পুরাতন সড়কে ফেনীর রাস্তাটি যানচলাচল স্বাভাবিক হয়েছে।

ফেনীর  বিভিন্ন উপজেলা  বন্যা পরিস্থিত মোটামুটি  উন্নতি হয়েছে। বিশেষ ভাবে ছাগলনাইয়া পৌর শহর, মহামায়া ইউনিয়নে। তবে নিমনাঞ্চলে  ঘোপাল, শুভপুর, রাধানগর,পাঠাননগর ইউনিয়নে  বন্যার পানি কিছুটা  ধীর গতিতে নামছে। দুই চার ঘণ্টার মধ্যে  সকল উপজেলায় পানি নেমে যাবে। প্রায় গ্রামে এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হইনি।

বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, বিজিবির মাধ্যমে সরকারি  ও  বিভিন্ন সংগঠনের উদ্যোগে বেসরকারি ত্রাণ সহায়তা  অব্যাহত রয়েছে। ছাগলনাইয়ার  কিছুটা  উঁচু এলাকার  বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলো  ছেড়ে ঘরে ফিরছেন বেশিরভাগ মানুষ। তবে রাধাঁনগর ও শুভপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সড়ক ও বাড়ি এখনো পানিবন্দী। এদিকে ঢাকা -চট্টগ্রামের পুরাতন  সড়কে ফেনীর রাস্তাটি যানচলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বড় রাস্তা থেকে শুরু করে গ্রামাঞ্চলের রাস্তা  বন্যার পানিতে অনেক দিন ধরে ডুবে থাকার কারণে  সব  নষ্ট হয়ে  গিয়েছে  বন্যা কবলিত অঞলে । এ সকলএলাকার কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে।  তাই দ্রুত মেরামতের উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বন্যা কবলিত অসহায়  মানুষেরা। ছাগলনাইয়া উপজেলা নিবার্হী অফিসার সাইফুল ইসলাম কমল জানিয়েছেন, বন্যা দুর্গত এলাকা থেকে পানি অনেকটা নেমে গেছে তবে সরকারি ত্রাণ দেওয়া এখনও অব্যাহত রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন  হবে ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে।