অবৈধভাবে বাংলাদেশে আনয়নকৃত ভারতীয় তেল, চকলেট, এনার্জি ড্রিংক, বাটার এবং ঝান্ডু বাম সহ ০২ জন-কে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান এর নেতৃত্বে এসআই/মোঃ জসীম উদ্দিন, এসআই/মোঃ কুতুব উদ্দিন, এএসআই/সামছুদ্দোহা রাসেল, এএসআই/এবিএম আশিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০২/০১/২০২৩খ্রি: তারিখ ১৯.৩০ ঘটিকার ফেনী সদর মডেল থানাধীন বাথানিয়া গ্রামস্থ বিসিক চৌরাস্তার চট্টগ্রামমূখী মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১। মোঃ জয়নাল আবেদীন (৪৪), পিতা-মৃত আমানত উল্যাহ, মাতা-আজমুন নেছা, সাং-দরবেশ হাট (মেহের বড়ো বাড়ী), ০৭নং ওয়ার্ড, লোহাগড়া ইউনিয়ন, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ জাহেদ হোসেন (২২), পিতা-শামছুল আলম, মাতা-ছেনুয়ারা বেগম, সাং-রুপনগর, উড়ামুড়া (মঞ্জুর বৌ এর বাড়ী), ওয়ার্ড নং-০২, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম-দ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ক। ৫২ (বায়ান্ন)টি কাগজের কার্টুনে ৩১২ (তিনশর বারো) বোতল emami 7OILS IN ONE তেল, খ। একটি কাগজের কার্টুনে ১০০ (একশত) বোতল Dabur Vatika ENRICHED coconut HAIR OIL, গ। একটি কাগজের কার্টুনে ৪০ (চল্লিশ) প্যাকেট NEW Nestle Kitkat চকলেট, ঘ। একটি কাগজের কার্টুনে ০৪ (চার) কেস (প্রতিটি কেসে ২৪টি) Red Bull ENERGY DRINK, ঙ। দুইটি কাগজের কার্টুনে ১৬ (ঘোল)টি বক্সে (প্রতিটি বক্সে ০৮ পিস প্লাস্টিকের কৌটা) Amul PASTEURISED BUTTER, চ। একটি ছোট কাগজের কার্টুনে ১০ (দশ) প্যাকেট (প্রতি প্যাকেটে ২০ পিস করে) ZANDU Balm আটক করা হয়। এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।