ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ সাহাব উদ্দিন ছাত্রাবাসে আসন বরাদ্দের জন্য ডোপ টেস্ট (রক্তে মাদক পরীক্ষা) সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষায় অনুত্তীর্ণ হলে আসন বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হোস্টেল কর্তৃপক্ষ। ছাত্রাবাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সীমিত সংখ্যক আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ৩০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে। ১৯ ও ২০ জানুয়ারি নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। হোস্টেল সুপার অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রাবাসের সহ-সুপার মো. আতিকুর রহমান এ সিদ্ধান্তকে "ভালো কিছুর শুরু" বলে উল্লেখ করেন। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান জানান, মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে এবং একটি মাদকমুক্ত শিক্ষাঙ্গন তৈরি করতেই ডোপ টেস্ট প্রয়োজনীয়।
তিনি আরও বলেন, "ডোপ টেস্টে ব্যর্থ হলে শিক্ষার্থীরা আসন বরাদ্দের সুযোগ হারাবে। আমরা অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই প্রচেষ্টা চালিয়ে যাব।"