ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিটি কার্যালয়ে কার্যকরী কমিটির শেষ সভার মধ্য দিয়ে পূর্বের কমিটির বিদায় ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী এক বছরের জন্য সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্বভার করেন দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম দিদার। ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৪ সেশনের সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ফেনী জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক

আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, জেলা জামায়াতের প্রচার আনম আবদুর রহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, প্রথম আলো ফেনী প্রতিনিধি আব তাহের, ডিবিসি জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক নয়াপয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী। বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন ফেনীর সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ ঠিকানার নাম ফেনী রিপোর্টার্স ইউনিটি। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন গঠনতন্ত্র মেনে সাংবাদিক ও সাংবাদিকদের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। আগামীতে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকরা যেন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে পরিবেশ ধরে রাখার আহবান জানান সকলে। দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন বিদায়ী সাধারণ সম্পাদক এম এ জাফর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক দিদারুল আলম। এসময় ফেনীতে কর্মরত সাংবাদিক ছাড়াও, রাজনীতিবিদ ও সুশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।