সোমবার( ৮ সেপ্টেম্বর) তিনি ব্রহ্মপুত্র নদীর ভাঙন কবলিত ফকিরপাড়া, কলকিহারা ও ভাটি ভিটেপাড়া এলাকা সরেজমিন ঘুরে দেখেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং স্থানীয়দের সাথে কথা বলে তাদের সমস্যার বিষয়ে অবগত হন।
পরিদর্শন কালে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, “সরকার ভাঙন কবলিত মানুষের পাশে আছে। তাদের পুনর্বাসন ও সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” একই সঙ্গে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ ভাঙনে প্রতিবছর বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তবে ইউএনও’র এ পরিদর্শনে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।