জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া আল আমীন  আক্কাছ আলী নামে দুই ব্যক্তির বসত বাড়ী থেকে ১৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। ১৮ আগষ্ট ( সোমবার) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আসমা উল হোসনা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের লোকজন আজগর আলীর ছেলে আল আমীন  একই গ্রামের আক্কাছ আলীর ছেলে সাদ্দাম আলীর বাড়ী থেকে খাদ্য অধিদপ্তরের ১৬০ বস্তা সরকারি চালের সন্ধ্যান পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশের সার্বিক সহায়তায় সহকারী কমিশনার ( ভূমি) আসমা উল হোসনা ঘটনাস্থল থেকে চাল গুলো উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে রাখেন।

এব্যাপারে সহকারী কমিশনার ( ভূমি ) আসমা উল হোসনা জানানচাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চালের মালিকানা বা ঘটনাস্থলে কোন লোক না পাওয়ায় তাৎক্ষনিক কোন মামলা করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।