জামালপুরের বকশীগঞ্জে আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী সাধুরপাড়া

ইউনিয়নের বহিস্কৃত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাহমুদুল আলম বাবুর বিচারের দাবিতে মানববন্ধন ও

বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে দাসের হাট বাজারে

ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি বিভিন্ন

সড়ক প্রদক্ষিন শেষে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয় । মিছিল শেষে আওয়ামীলীগ নেতা বহিস্কৃত

ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করে বক্তব্য রাখেন,সাধুরপাড়া

ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লা,সহ-সভাপতি রাসেদুজ্জান সোনা মিয়া ,সাংগঠনিক সম্পাদক

শাহীন খান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনার প্রমূখ ।