বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৩:১০ মিনিটে বগুড়া জেলার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেট কারের পিছনে বিশেষভাবে লুকানো ৫০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাবের আভিযানিক দল ও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে গাড়িতে থাকা কাপড়ের দুইটি ট্রলি ব্যাগ এবং একটি ট্রাভেল ব্যাগ থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার চড়ইগাদি এলাকার মৃত লুদু মিয়ার ছেলে রবিউল আলম (৩০), মোঃ শহিদ হোসেনের ছেলে শামিম হোসেন(২৭),এবং বালিয়াডাঙ্গী থানার বেহারীপাড়া নিবাসী মৃত ইয়াজ আলী মুন্সির ছেলে আলিম উদ্দিন (৫০)। তল্লাশিকালে মাদকদ্রব্যের পাশাপাশি পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড, তিনটি ব্যাগ, একটি প্রাইভেট কার এবং নগদ ১৬,৫০০ টাকা জব্দ করা হয়। র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।