বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পদযাত্রা, অগ্নি নির্বাপক মহড়া, দুর্যোগকালিন স্বাস্থ্যসেবার মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব জিয়াউল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আব্দুল হান্নান। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী ও স্কাউট সদস্যবৃন্দ। সকলের অংশগ্রহণে পথযাত্রা শেষে উপজেলা চত্বরে অগ্নি নির্বাপক মহড়া ও দুর্যোগকালিন প্রাথমিক স্বাস্থ্য সেবা মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শিবগঞ্জ, বগুড়া মহড়া চলাকালীন সাধারণ শিক্ষার্থী ও উপস্থিত সকলকে অগ্নি নির্বাপনে আতঙ্কিত না হয়ে কার্যকরী ভূমিকা পালনে উৎসাহিত করা হয়। উপস্থিত ব্যক্তিদের আগুন নিয়ন্ত্রণের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় যেন সবাই নিজ দায়িত্বে অগ্নি নির্বাপনে বলতে পালন করতে পারে। মহড়া শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা আগুনের বীভৎস রূপ ও এর নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে সবাইকে সচেতন করেন এবং অগ্নি নির্বাপনে সকলকে তাৎক্ষণিক ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান।