বগুড়ার শিবগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাব দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা এবং শৃংখলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচার হীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেন শিবগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। আজ সকাল সাড়ে ১১ টায় শিবগঞ্জ এম এইচ ডিগ্রী কলেজ থেকে একটি মিছিল শিবগঞ্জ মুগ্ধ স্কয়ার চত্বরে আগমন করে এবং মানববন্ধনে অংশগ্রহণ করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শিবগঞ্জ যুবদলের সভাপতি আরমান হোসেন। এছাড়ও উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এটা কর্মীর উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা মাগুরার শিশু আছিয়ার ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও সারাদেশের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি উপস্থাপন করেন। যাতে ভবিষ্যতে আর কোন শিশু বা মেয়েকে ধর্ষণের শিকার হতে না হয় এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকতে আহব্বান জানানো হয়।