গত ৯ জুলাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে অফিসিয়ালিভাবে লংগুদু উপজেলা অফিসে প্রণয় চাকমাকে বদলি জন্য অফিস আদেশ দেয়া হয়।
রাঙামাটির বরকল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর অধীনে কর্মরত প্রণয় চাকমা বদলির অফিস অর্ডার পেয়েও কর্মস্থলে যোগদান করেননি বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়,বরকল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে(এলজিইডি) কার্য সহকারী পদে প্রণয় চাকমা দীর্ঘদিন ধরে কর্মরত আছেন ।তিনি ২০১৩ সালে বরকলে যোগদান করেন।এরপর তার কর্মজীবন একটানা ১০ বছর কেটে যায়। গত ৯ জুলাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)থেকে অফিসিয়ালিভাবে লংগুদু উপজেলা অফিসে প্রণয় চাকমাকে বদলি জন্য অফিস আদেশ দেয়া হয়। পরবর্তী সেখান থেকে আবার খাগড়াছড়ি মহালছড়িতে বদলি করা হয়।কিন্তু অফিস আদেশ অমান্য করে বদলির কর্মস্থলে যোগদান না করে বরকল উপজেলা এলজিইডি অফিসে হিসাব সহকারীর দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।
এ ব্যাপারে কার্যসহকারী প্রণয় চাকমার সাথে কথা হলে তিনি জানান,২০১৩ সাল থেকে বরকলে কর্মরত আছেন।সম্প্রতি তাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) থেকে লংগুদু উপজেলায় বদলি করা হয়।তবে পরবর্তী পে অর্ডার করে অফিস থেকে তা বাতিল করা হয়।কারণ বর্তমানে বরকল অফিসে(এলজিইডি) জনবল সংকট।যারকারণে তাকে রাখা হয়েছে।শুধু আমাকে বদলি করা হয়নি সাইফুল কেও বদলি করা হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)কর্মকর্তা মোঃ মশিউল ইসলাম জানান,অফিসে লোক নাই।নতুন লোক যোগদান না করায় প্রণয়কে ছাড়া হচ্ছে না।তার অফিসে ২২জন স্টাফের মধ্যে ৩জন।এ স্টাফ সংকটের কারণে অফিসে অনেক সমস্যা হয়।এমনকি অফিসে কোনো জরুরি কাজ থাকলে তা করার লোক থাকে না এবং অফিসে মেহমান আসলে তাকে এক কাপ চা খাওয়ানোর মতো একটা পিয়নও নাই।এছাড়া নিজের রুম নিজেই খুলতে হয়।এসব কারণে তিনি প্রণয়কে ছাড়ছেন না।অফিসের জনবল সংকটের বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেছেন বলে তিনি মন্তব্য করেন।