বদুরঝিরির অধিকাংশ যুবক ও শ্রদ্ধেয় সাগর ও মুক্তার মামা সহযোগিতায় ছিলেন উক্ত বৈঠকে। বদুরঝিরি যুবকদের উদ্দেশ্যে অনেক আলোচনা হয়। আলোচনায় বলা হয় সমাজে প্রচলিত বেনামাজি , সুদ , বিভিন্ন জায়গায় শিরিক , নানা ধরনের ভুলভ্রান্তিতে রয়েছে আমাদের সমাজের মানুষ। একক ভাবে সম্ভব নয় সমাজ সংস্কার করা।

লামা উপজেলার অন্তর্গত ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইয়াংছা বদুরঝিরি জামে মসজিদে দায়িত্বরত ইমাম জনাব উসমান সরোয়ারের উদ্বেগে বদুরঝিরি যুবসমাজকে নিয়ে ০১.১০.২০২৪ ইং সন্ধ্যা ০৬.৩০মিনিট থেকে ০৮.১০ মিনিট পর্যন্ত আলোচনা হয় ।

বদুরঝিরির অধিকাংশ যুবক ও  শ্রদ্ধেয় সাগর ও মুক্তার মামা সহযোগিতায় ছিলেন উক্ত বৈঠকে। বদুরঝিরি যুবকদের উদ্দেশ্যে অনেক আলোচনা হয়। আলোচনায় বলা হয় সমাজে প্রচলিত বেনামাজি , সুদ , বিভিন্ন জায়গায় শিরিক , নানা ধরনের ভুলভ্রান্তিতে রয়েছে আমাদের সমাজের মানুষ। একক ভাবে সম্ভব নয় সমাজ সংস্কার করা।

যুবসমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জনাব উসমান সরোয়ার।আগে যুবসমাজকে ইসলামীক নিয়মে আত্মশুদ্ধি হওয়ার দিক নির্দেশনা দিয়েছেন জামে মসজিদের ইমাম জনাব উসমান সরোয়ার ।যুবকদের ঐক্যবদ্ধ ও ইসলামের পথে থাকার অনুরোধ করেন বক্তারা। ইসলামের ইতিহাসে যুবসমাজের  সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । বৈঠক ও সংক্ষিপ্ত  আলোচনায় আলোচনায় সাঁড়া দেন সমাজের প্রতিটি যুবক।

মেনে নেয় প্রাণ প্রিয় হুজুরের দিকনির্দেশনা।যেই মসজিদে ফজরের নামাজের সময় ৩ থেকে ৪ জন নিয়ে জামাত শেষ হতো আলহামদুলিল্লাহ আজ লক্ষ্য করলাম অধিকাংশ যুবক আজ মসজিদ ভরাট করেছে। ধারণা করা হচ্ছে এভাবেই যদি যুবকরা  নামাজ কনটিনিউ করতে পারে ইনশাআল্লাহ সুন্দর ফুলের মতো একটা সমাজ উপহার দিতে পারবে ভবিষ্যৎ প্রজন্মকে।