দেশের বিভিন্ন জেলার বর্তমান বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এরমধ্যে ফেনী এবং নোয়াখালী জেলার অবস্থা অত্যন্ত শোচনীয়। মানুষজন অত্যন্ত বাজে সময় পার করছে।
বন্যা দুর্গত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, চর হাজারী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত তিন বারের সদস্য জনাব ফজলুল হক সাহেব। তিনি তার জীবনের মায়া তুচ্ছ করে বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। গতকাল বিকেলে তিনি নৌকা যুগে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে ছুটে যান বন্যা দুর্গত মানুষের পাশে। অভুক্ত মানুষকে সামান্য খাদ্য সামগ্রী দেয়ার পাশাপাশি, অসুস্থ প্রতিবন্ধী, শিশু , গর্ভবতী মহিলা ও বয়স্ক মানুষদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যেতে সহযোগিতা করেন।
তার এমন উদ্যোগকে সমাজের প্রত্যেকটা মানুষ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আলোচনা করছে। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে মানুষের সমস্যা জানার চেষ্টা করেছে এবং তার সাধ্যমত সমস্যার সমাধান করার চেষ্টা করেন। রাতের অন্ধকারে কোন মানুষ সমস্যায় জর্জরিত হলে তিনি ছুটে যান তার পাশে। তার এমন মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকে সাধারণ মানুষ আজীবন মনে রাখবে। সাধারণ মানুষ চাই জনপ্রতিনিধি হলে এমনই হতে হয়। যার দ্বারা মানুষ উপকৃত হয় তাকে জনপ্রতিনিধি করলেই মানুষ সন্তুষ্ট থাকে।