শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য ফান্ড গঠনের চিন্তা করে।পরে তারা বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো গোলাম হোসেন সোহেলের নেতৃত্বে একটি টিম গঠন করে সকল শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীদেরকে বন্যার্তদের সাহায্য করার ব্যাপারে উদ্বুদ্ধ করে।পরবর্তীতে মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকল শ্রেণী থেকেই সাহায্য সংগ্রহ করে শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা তাদের সংগ্রহকৃত মোট ২৪০০০ টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়।

দেশের বৃহত্তর কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহি শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য ফান্ড গঠনের চিন্তা করে।পরে তারা বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো গোলাম হোসেন সোহেলের  নেতৃত্বে  একটি টিম গঠন করে  সকল শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীদেরকে বন্যার্তদের সাহায্য করার ব্যাপারে উদ্বুদ্ধ করে।পরবর্তীতে মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী  সকল শ্রেণী থেকেই সাহায্য সংগ্রহ করে শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা তাদের সংগ্রহকৃত মোট ২৪০০০ টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেয়।

শিক্ষার্থীদের টাকার সাথে বিদ্যালয়ের শিক্ষকরা (২৪০০০ টাকা) দিয়ে শরিক হয়।এভাবে শিক্ষক আর শিক্ষার্থীদের সমন্বয়ে বিদ্যালয়টিতে  মোট ৪৮০০০/- টাকার ফান্ড গঠন হয়।  এরপর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ, 'আমরা পিকেরিয়ান' এর প্রতিনিধিদের হাতে এসকল সাহায্য তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত বলেন,❝ পূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের  দেশের অনেক  ক্রান্তিলগ্নে, দেশের যে কোন মহামারীতে আমরা  মানুষের পাশে দাড়াতে দেখেছি।সেই পূর্বসূরিদের পথ অনুসরণ করে আমরা সারাজীবন মানুষের সেবা করতে চাই।❞বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র,❝ আমরা পিকেরিয়ান❞গ্রুপের সদস্য মেহেদী হাসান বলেন,❝বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই দেশের যে কোন প্রয়োজনের নিজেদের সামর্থ্যমত মানুষের পাশে থাকে।আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের বিদ্যালয়ের এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে।❞