"সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" এ স্লোগান কে সামনে রেখে রাঙামাটির বরকলে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

 "সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" এ স্লোগান কে সামনে রেখে রাঙামাটির বরকলে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 

শনিবার(২মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ফালিটাঙ্গেচুগ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে রেলী বের করা হয়।

উপজেলা নির্বাচন অফিস  কর্মকর্তা মোঃ সাদমান জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী অনুপম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভাপতি বক্তব্য উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদমান জামান খান বলেন,গণতান্ত্রিক দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করা নাগরিক অধিকার।আর সেই লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ভোটাধিকার প্রতিষ্ঠায় সেবা দিয়ে যাচ্ছে  নির্বাচন অফিস।তাছাড়া বিশ্বের একমাত্র তথ্য ভাণ্ডার হচ্ছে নির্বাচন কমিশন।তাই স্বাধীন স্বার্বভৌম দেশ হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে নতুন ভোটারদের মাঝে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। 

প্রধান অতিথি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপম,গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবার জন্য ভোটার দিবসের গুরুত্ব রয়েছে।গণতান্ত্রিক দেশে ক্ষমতার মালিক হলেন জনগণ।তাই ভবিষ্যতের কথা ভেবে দেশের নাগরিক হিসেবে নতুন ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সকলের দায়িত্ব রয়েছে।আর সঠিক তথ্য প্রদানের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা যাতে ভোটার হতে পারে সেক্ষেত্রেও জনপ্রতিনিধি এবং উপজেলার উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করা দরকার।আর সবাইকে বুঝতে হবে ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র থাকা এক নয়।সেক্ষেত্রেও সকলের জানা থাকা দরকার রয়েছে বলে মন্তব্য করেন ইউএনও মোঃ ফোরকান এলাহি অনুপম। 
এসময় উপস্থিত ছিলেন সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন,বরকল উপজেলা নির্বাচন অফিসের সহকারি নির্বাচন কর্মকর্তা মংপ্রোসা মারমা,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,বরকল থানা উপপরিদর্শক(এএস আই) মোঃ ফিরোজ,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা প্রিয় রতন চাকমা, সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা,বরকল উপজেলা হেডম্যান কার্বারি এ্যাসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।