রাঙামাটির বরকল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বরকল উপজেলা শাখা প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে রাঙামাটি সদরে বনরূপা এলাকায় প্রধান শিক্ষক সমিতি সভাপতি ও বিলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রিপন দত্ত চাকমা এর নেতৃত্বে সৌজন্যে সাক্ষাৎ করা হয়। বরকল প্রেসক্লাবের পক্ষে সভাপতি শান্তিময় চাকমা বলেন,বরকল প্রেসক্লাব সবসময়ই সবার সুখে-দুঃখে পাশে রয়েছে।আমরা সংবাদকর্মী হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে নিরপেক্ষতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।সুতরাং ভবিষ্যতে উপজেলার অসংগতিগুলো তুলে ধরার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্ব দিয়ে সবার প্রয়োজনে বরকল প্রেসক্লাব ভূমিকা রাখবে।তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেষণে সঠিক তথ্য প্রদানে বরকল প্রেসক্লাবকে সহযোগিতা করার আহ্বান।

প্রধান শিক্ষক সমিতি সভাপতি রিপন দত্ত চাকমা বলেন,বরকল উপজেলায় ২০১৮ সালে শিক্ষক সমিতির পদযাত্রা।এ সমিতির উদ্দেশ্য হলো শিক্ষকদের নানান সমস্যা সমাধান এবং বিভিন্ন দাবি পূরণ করা।বরকল উপজেলায় শিক্ষার মান্নোয়নে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তবে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এবং শিক্ষার মান্নোয়নে শিক্ষকদের আবাসন ব্যবস্থাসহ বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা প্রয়োজন রয়েছে।বরকল উপজেলার শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরতে বরকল প্রেসক্লাবের নিকট সহযোগিতা কামনা করেন।

এ সময় বরকল উপজেলা শাখা প্রধান শিক্ষক সমিতি সহ-সভাপতি ও ৩৩নং হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নন্দ দুলাল চাকমা,সাধারণ সম্পাদক ও  ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও মধ্যম উজ্জ্যাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিলিন্দ চাকমা,সহ-সাংগঠনিক সম্পাদক ও তারেঙ্গ্যাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রবীর মিত্র চাকমা,বরকল প্রেসক্লাব সহ-সভাপতি নিরত বরন চাকমা ও কোষাধ্যক্ষ পলাশ চাকমা উপস্থিত ছিলেন।