স্থানীয় নিজাম খানের ছেলে নাঈম জানান সকালে নামাজ পড়ার জন্য ওযু করার উদ্দেশ্যে পুকুর ঘাটে যায় তখন বিদ্যুৎ চলে যায়। বাড়ীর সঙ্গে থাকা খাুটির দিকে তাকিয়ে দেখে ট্রান্সফর্মার নামাতে। তখন চোর চোর বলে চিৎকার দিলে এলাবাসি একজনকে আটক করে। আটককৃত তোতার বান্দা খেজুরতলা এলাকার শাহ আলম এর ছেলে ইস্রাফিল( ২৫) ।
তার সঙ্গে থাকা ফারুক হাওলাদারের ছেলে আজমাল সহ অন্যরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বরগুনা পল্লী বিদ্যুত অফিসে খবর দিলে ঘটনা স্থলে এজিএম কম আফছা উদ্দিন, ই সি এবাদুল হক, জুনিয়র ইঞ্জিনিয়ার প্রলয় কান্তি দেবনাথ ও ড্রাইবার আঃ মান্নান হং উপস্থিত হয়ে বরগুনা থানায় খবর দিলে ঘটনা স্থল থেকে ইস্রাফিল কে ট্রান্সফর্মার সহ আটক করে থানায় নিয়ে আসেন। বরগুনা সদর থানা ওসি তদন্ত মাইনুল ইসলাম বলেন এ ঘটনায় মামলা হয়েছে, মালামাল জব্দ কর হয়েছে, আসামিকে কোর্টে প্রেরন করা হবে।