গত শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২ দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়ি ও মানিকখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিল তাফালবাড়িয়া এলাকার মৃত লেহাজ উদ্দিনের ছেলে এবং হোসনে আরা পার্শ্ববর্তী মঠবাড়িয়ার নলী জয়নগর এলাকার আব্দুস সালাম খলিফার স্ত্রী।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, দুপুর দুইটার দিকে বাড়ির পাশে ধানক্ষেতের মাঠে থাকা গরু আনতে যান খলিল। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। একই সময়ে মানিকখালি এলাকায় মুগ ডাল তোলার সময় বজ্রপাতে মারা যান হোসনে আরা বেগম।