বরিশাল তথা যুবসমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে একের পর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ । তারই ধারাবাহিকতায় শনিবার মধ্যরাতে নগরীর ভাটিখানা হাউজিং ও দুর্গাপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেড় কেজি গাঁজা ও ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাউউনিয়া থানার একটি চৌকস দল  শনিবার মধরাতে ভাটিখানা নতুন হাউজিংয়ে জামাল নামে এক ব্যক্তির ভাড়াটিয়ার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নিশাত(৩৪) নামে এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অপরদিকে শনিবার মধ্যরাতে দুর্গাপুর এলাকায় অভিযান চালায় বিএমপি বন্দর থানায় একটি দল। অভিযানে সেন্টু হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে দেড় কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। আটকৃত নিশাত ও সেন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে  থানায় সোপর্দ ও পৃথক আইনে করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।