ভোলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াছেপ আহম্মেদ (দিপু তালুকদার)।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রানা ইসলাম। এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সহ-সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন আজিম, দৈনিক ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, আজকের ভোলা-এর সহ-সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, দৈনিক ভোলার বানী-এর সিনিয়র স্টাফ রিপোর্টার মাহে আলম মাহী, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মো. আরিফ এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. মনির খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলার বানী-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসাইন।
বক্তারা মুক্ত সাংবাদিকতার বিকাশ, মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা, পেশাগত নীতিমালা, সংবাদকর্মীদের কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। আলোচনা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।