বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বাসগুলো মেরামতের জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে।রোববার (৯ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বরাদ্দের বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাসগুলোর মেরামত বাবদ বরিশাল বিশ্ববিদ্যালয় পাবে ১ লাখ ১৬ হাজার ৫৮৪ টাকা, আর ব্রজমোহন (বিএম) কলেজ পাবে ৫ লাখ ৭৯ হাজার ৩৮০ টাকা। মোট ৬ লাখ ৯৫ হাজার ৯৬৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবহন মেরামতের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনাও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে উভয় প্রতিষ্ঠানের মোট পাঁচটি বাস ক্ষতিগ্রস্ত হয়।শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। সংঘর্ষের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবহন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এর ক্ষতিপূরণ চাওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে সরকার এই বরাদ্দ দিয়েছে।