বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে এখনো কোনো হতাহতের সংখ্যা জানা যায়নি। রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। কক্ষে থাকা রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে। ভবনের নিচে স্বজনদের আহাজারি ও চিন্তায় কপাল কুচকানো ছাড়া উপায় নাই।তারা জানেন না কি অবস্থায় আছেন তাদের রোগী। আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।