সকাল ৭ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন নিউ মডেল সভাপতি, তারাব পৌর মেয়র হাছিনা গাজী। অনুষ্ঠানে রূপসী নিউ মডেল কিন্ডারগার্টেন শাখার শিক্ষার্থীরা শোকের রং কালো শাড়ি পরে দলগতভাবে একুশের গান পরিবেশন করে।
'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি', 'মোদের গরব, মোদের আশা' সহ আরো অনেক ভাষা এবং দেশাত্মবোধক গান পরিবেশন করে নিউ মডেল শিক্ষা পরিবারের নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানে বক্তারা একুশের চেতনায় নিজেকে গড়ে তোলা এবং বাংলা ভাষাকে শুদ্ধরূপে শেখা, লেখা এবং উপস্থাপন করার জন্য গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবীর, সহকারী প্রধান শিক্ষক হারুন-অর-রশীদসহ স্কুল এন্ড কলেজ এন্ড কিন্ডারগার্টেনের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।