রাজধানী ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়ায় ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়।এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল যেমন প্রাচীন,ঠিক তেমনি এই বিদ্যালয়টির শিক্ষার মান,পরিবেশ এবং অন্য সকল কার্যক্রমই ঐতিহ্যবাহী।এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের রয়েছে অসংখ্য সাফল্য ও কৃতিত্ব।তাদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষার্থীরা হলো:

১.আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া:২৪ এর জুলাই -আগষ্ট গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ২০১৫ সালে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়।
২.মোস্তফা সারোয়ার ফারুকী: বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকী নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ১৯৮৭ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।
৩.মো:আব্দুল্লাহ: বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর "ডাকো কেনো"এর স্বত্তাধিকারী মোঃ আব্দুল্লাহ ২০১৫ সালে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়।
৪.অ্যালান কবির :প্রথম ইউরোপিয়ান বাংলাদেশি হিসেবে টেসলায় এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করার সুযোগ পাওয়া অ্যালান কবির নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের শিক্ষার্থী হিসেবে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং উত্তীর্ণ হোন।
৫.ড.আমিনুল ইসলাম: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক ও প্রথম আলোর কলামিস্ট এবং Estonian Entrepreneurship University of Applied Sciences এর অধ্যাপক ড.আমিনুল ইসলাম ১৯৯৫ সালে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হোন।
৬.ড.এজেএম শফিউল আলম ভূঁইয়া:ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এজেএম শফিউল আলম ভূঁইয়া নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ছিলেন।
৭.মো: হাফিজুর রহমান: নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ হাফিজুর রহমান MBBS 22-23 ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে ২৯০ তম হোন , বুয়েট ২২-২৩ ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে টপ ১০০ এর মধ্যে জায়গা করে নেন,ঢাকা বিশ্ববিদ্যালয় ২২-২৩ ভর্তি পরীক্ষায় টপ পজিশনে জায়গা করে নেন।তিনি বর্তমানে বুয়েট সিএস ই ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছেন।
উক্ত বিদ্যালয়টির উল্লেখিত শিক্ষার্থীরা ছাড়াও আরো অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী রয়েছে যারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত, বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে কর্মরত এবং সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছে। ভবিষ্যতে আরো ভালো সাফল্য ও কৃতিত্ব ধরে রাখবে বলে বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান সকলেই আশাবাদী।