বাংলাদেশে বর্তমান তিন জেলায় খুব ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বান্দরবান , খাগড়াছড়ি, রাঙামাটি এই তিন জেলায় বিশেষ করে ত্রিপুরা , মারমা, মরুং এরা পর্যটকদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পাহাড়ি বাঙালির সবাই ভাই ভাই মুসলিমরা দাবি করলেও এ ক্ষুদ্রনৃগোষ্ঠী তা ভাবে না যার কারণে সৃষ্টি হয় পাহাড়ি বাঙালিদের মধ্যে প্রতিনিয়ত বিভেদ। এদের দাবি পাহাড় থেকে সেনাবাহিনী তুলে নেওয়ার। বাঙালিদের তুলে নেওয়ার। ওদের দাবি পাহাড় শুধু তাদের।
পর্যটকদের অভিযোগ তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পারো, চাকরি করতে পারো পড়ালেখা করতে পারো। তাহলে সমতলের, আমি কেন তোমার পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমি কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বারোইয়ারহাটে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কর্ডনে যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে।তুমি পাহাড়ি, কিন্ত তুমি এদেশের যেকোন জায়গায় থাকতে পারে, বাড়ি করতে পারো।কিন্ত আমার পাহাড়ে থাকার অধিকার কেন তুমি মানো না?