অন্যান্য বছরের বর্ষার ভরা মৌসুমে যেখানে সহজে পানি মেলেনা সেখানে এবার অথৈ পানি। চারিদিকে শুধু মনে হচ্ছে ধু ধু সাগর প্রান্তর। ভরা ফসলের মাঠ এখন পানিতে সাদা। ধান ক্ষেতের মধ্যে চলছে মাছের আনাগোনা যারা মাছ ধরতে জানেনা তারাও আজ দক্ষ জেলে। গুঞ্জন শোনা যাচ্ছে ওদিকে ভারতের ফারাক্কার বাধ খুলেছে যদি এদিক থেকে ২০০০ সালের মতো বন্যার পানি আসে তাহলে এতদ্বঞ্চলের মানুষ নিশ্চিত মৃত্যু পথযাত্রী।

যশোরের চৌগাছা উপজেলার সুখ পুখরিয়া  ইউনিয়নের ভারত ঘেসা আশিংড়ি গ্রাম অধিক বর্ষনের ফলে প্রায় পানির তলানিতে। গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের (মো: সদর আলী) বাড়িতে প্রায় কোমর পানি।

অন্যান্য বছরের বর্ষার ভরা মৌসুমে যেখানে সহজে পানি মেলেনা সেখানে এবার অথৈ পানি। চারিদিকে শুধু মনে হচ্ছে ধু ধু সাগর প্রান্তর। ভরা ফসলের মাঠ এখন পানিতে সাদা। ধান ক্ষেতের  মধ্যে চলছে মাছের আনাগোনা যারা মাছ ধরতে জানেনা তারাও আজ দক্ষ জেলে। গুঞ্জন শোনা যাচ্ছে ওদিকে ভারতের ফারাক্কার বাধ খুলেছে যদি এদিক থেকে ২০০০ সালের মতো বন্যার পানি আসে তাহলে এতদ্বঞ্চলের মানুষ নিশ্চিত মৃত্যু পথযাত্রী।