৭ সেপ্টেম্বর রবিবার দুপুর ১.০০ ঘটিকায় সিলেট জেলার ওসমানীনগর থানার তাজপুর ইউনিয়নের পশ্চিম রুকন পুর (৩ নং ওয়ার্ড) গ্রামে হাবিবুর রহমান (অবঃবিডিআর) এর ছোট ছেলে আল আমিনের বিয়ে ছিল, উক্ত বিয়েতে বর যাত্রা শুরু করলে যাত্রা পথে ঐগ্রামের মৃত খছির মিয়ার ছেলে আয়না মিয়া,লখন মিয়া, মখন মিয়া, মখবুল মিয়া, হাবিব মিয়া, তাহিদ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বিয়ের বর যাত্রীর উপর হামলা করে। উক্ত হামলায় টাকা-পয়সা ও অন্যান্য জিনিস পত্র লুটপাট সহ অনেকের উপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন হাজী মছকদ উল্ল্যার ছেলে হাবিবুর রহমান (অবঃ বিডিআর), আছদ্দর আলীর ছেলে সইদুল ইসলাম, হাবিবুর রহামনের ছেলে হাফিজুর রহমান ও হাসান মিয়া, আব্দুল জলিলের ছেলে লিটন মিয়া, আসুক মিয়া সহ আরো অনেকেই আহত হন। পরে এলাবাসি ও তাদের আত্মীয় স্বজন আহতদেরকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করেন এবং উক্ত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য আহতের হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন।