বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের নবাগত স্নাতকোত্তর শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ। বাংলাদেশের সমুদ্র সম্পদ নিয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণার জন্য প্রতিষ্ঠিত বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ে এ বছর নয়টি বিভাগের অধীনে ভর্তিকৃত স্নাতকোত্তর শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।