আজ ৯ সেপ্টেম্বর শুরু হয়েছে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের সফল আম্পায়ার সৈকত আছেন ইনফিল্ড আম্পায়ার হিসেবে।
শরফুদ্দৌলা ইবনে শহীদ। ডাক নাম সৈকত। বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলেছেন ক্রিকেট। জাতীয় দলের হয়ে তার ক্রিকেট কেরিয়ার খুব লম্বা হয়নি। তবে যারা তার খেলা দেখেছেন তারা জানেন, সৈকত ছিলেন বামহাতি অর্থডক্স বোলার। ২০০০ এবং ২০০১ মৌসুমে ঢাকা মেড়্রোপলিস দলের হয়ে খেলেছেন ১০ টি ফার্স্ট ক্লাস ম্যাচ।
ফার্স্ট ক্লাস ছোট কেরিয়ারে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুবার। ১৯৯৪ সালে আইসিসি ট্রফি অনুষ্ঠিত হয়েছিলো কেনিয়াতে, সেই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সৈকত খেলেন তিনটি ম্যাচ। হংকং, কেনিয়া এবং নেদারল্যান্ডস এর সাথে সেই টুর্নামেন্টের তিনটি ম্যাচ তিনি খেলেন। বর্তমানে সৈকত "আই, সি, সি'র এলিট প্যানেল আম্পায়ার"। শরফুদ্দৌলা ইনবে শহিদ সৈকত আই সি সি হয়ে প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেন ২০২১ সালে, চট্রগ্রামে, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে।
আন্তজার্তিক একদিনের ম্যাচে সুনামের সাথে আম্পায়ারিং করেছেন। পেয়েছেন একদিনের বিশ্বকাপ এবং টি২০ বিশ্বকাপের মত বড় আসরের ম্যাচ পরিচালনার দ্বায়িত্ব। এবং পেয়েছেন সফলতা, সুনাম। উজ্জল করেছেন বাংলাদেশের নাম। সেপ্টেম্বর ৯ থেকে ১৩ নিউজিল্যান্ড বনাম আফগানিস্থান এর বধ্যকার একমাত্র টেস্ট ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে সৈকত এর সাথে আছেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা, টিভি আম্পায়ার হিসেবে আছেন ভারতের নিতিন মেনন, রিজার্ভ আম্পায়ার আছেন আফগানিস্তানের আহমেদ সাহ পাকতিন। ম্যাচ রেফারির দ্বায়িত্ব পালন করছেন জাভাগাল শ্রীনাথ। টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের উত্তর প্রদেসের "শহীদ ভিজয় সিং পাথিক স্পোর্টস কমপ্লেক্স" বা "গ্রেটার নাইডু স্পোর্টস কমপ্লেক্স" নামেও পরিচিত এই ভ্যানু। উল্লেখ্য এটি আফগানিস্তান ন্যাশনাল ক্রিকেট দলের হোম গ্রউন্ড হিসেবেও পরিচিত।
সৈকত এর জন্ম ১৯৭৬ আলের ১৬ই অক্টোবরে রাজধানী ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আইসিসি' র এলিট প্যানেল ভুক্ত আম্পায়ার। বাংলাদেশের সময় সকাল ১০:৩০ টেস্ট ম্যাচটি শুরু হবার কথা। আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের এই টেস্ট ম্যাচের আপডেট সহ ক্রিকেটের সব খবর পেতে চোখ রাখুন "মর্নিং পোস্ট" এর খেলার পাতায়।