শিরোনাম: বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাব
বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ বা ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামকরণের প্রস্তাব দিয়েছে দলটি।
এছাড়াও আত্মশুদ্ধি, জবাবদিহি, শরিয়াহ আইন প্রবর্তন ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে মতামত তুলে ধরেন দলটির নেতারা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ ব্যাক্তিবর্গ।
তবে বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়ার পর এর ব্যাখ্যা দিয়েছে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, আমরা ‘বাংলাদেশ’ নামের পরিবর্তনের দাবি করিনি বরং সাংবিধানিক নামের ‘প্রজাতন্ত্র’ শব্দের বদলে ‘জনকল্যাণ’ শব্দ প্রস্তাব করেছি।
তিনি জানান, বাংলাদেশের সংবিধানিক নাম ইংরেজিতে ‘পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’। যার বাংলা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’। এটাই আমরা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ বা ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ হিসেবে প্রস্তাব করেছি।
তিনি আরও জানান, ইসলামী আন্দোলন ‘বাংলাদেশ’ নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে এই মর্মে যেভাবে সংবাদ প্রচার হয়েছে তা জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে।