শিবপুর জামায়াতের ইসলামীর আমীর মাওলানা কাজী মহিবুল্লাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার নায়েবে আমীর ও ভোলা-১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাও: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আমীর মাওলানা মো: কামাল হোসেন। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভোলা জেলা কর্মপরিষদ সদস্য ও বায়তুল মাল সম্পাদক মাষ্টার বেলেয়েত হোসেন।অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ইমরান হোসেন। দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে অর্থায়ন করেন শিবপুর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রহমান। ঈদ উপহার বিতরণ কালে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রম বর্তমান ভবিষ্যতেও চলামান থাকবে।