নোয়াখালী সেনবাগের কৃতি সন্তান " নূর মোহাম্মদ" গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কতৃর্ক সিআইপি নির্বাচিত হওয়ায় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সম্মাননা পাওয়ায় তাঁকে গনসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। জনাব নুর মোহাম্মদ গত ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সম্মাননা গ্রহণ করেন।২২ডিসেম্বর সন্ধ্যায় সেনবাগ উপজেলার মগুয়া বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।আমেরিকান প্রবাসী মোঃ মোস্তফা মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগুয়া গ্রামের প্রবীণ ব্যাক্তি বিশিষ্ট সমাজ মাষ্টার আবু ইউচুপ। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- সংবর্ধিত সিআইপি নুর মোহাম্মদ।আতাউর রহমান কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - বিশিষ্ট সমাজ গোলাম সারোয়ার, ,মগুয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মাওলানা আবদুল মতিন, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, আজিম চৌধুরী হজ্ব কাফেলার পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আ,জ,ম, বশির উল্যাহ্ জি,এস,রিপন, ডাক্তার আজাদ, মাস্টার জলিল,গোলাম মূতুর্জা সবুজ, এম দলিলুর রহমান,আব্দুল মান্নান, বাহারুল ইসলাম বাহার, আবদুল জলিল,কামরুল হাসান তুহিন, কামাল উদ্দিন ভূঁইয়া,রাজু আহমেদ বিপ্লব,এসময় উপস্থিত ছিলেন শিক্ষক,সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ.