বাউফলে ধর্ষণ ও অপরাধ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের লালকার্ড প্রদর্শন।

বাউফলে ধর্ষণ ও অপরাধ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের লালকার্ড প্রদর্শন
পটুয়াখালীর বাউফলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় এবং সামগ্রিকভাবে দেশে নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা থানার সামনে গিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে ‘লালকার্ড’ প্রদর্শন করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে। সোমবার সকালে বাউফল সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে, যা উপজেলা পরিষদ হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়। এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
শিক্ষার্থীদের মতে, ধর্ষণ, খুন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দ্রুত বাড়ছে, কিন্তু প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। আন্দোলনকারীরা প্রশাসনের ব্যর্থতা ও উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান। বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক মুনতাসির তাসরিপ বলেন, "আমরা বারবার প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছি, কিন্তু তারা কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা ন্যায়বিচার পাচ্ছি না। তাই আমরা বাধ্য হয়েছি লালকার্ড প্রদর্শনের মাধ্যমে আমাদের প্রতিবাদ জানাতে।" অন্য এক শিক্ষার্থী আয়েশাতুন্নেসা বর্ষা বলেন, "নারীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাধীনতার প্রকৃত অর্থ থাকে না। আমরা চাই প্রশাসন দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না।" প্রশাসনের প্রতিক্রিয়া বিক্ষোভের বিষয়ে থানার এক কর্মকর্তা বলেন, "শিক্ষার্থীদের দাবি আমরা শুনেছি এবং বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।" তবে শিক্ষার্থীরা প্রশাসনের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।