বাগেরহাট জেলা ও সকল উপজেলা স্তরের যুব ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের
অংশগ্রহণে এক বিক্ষোভ সমাবেশ ও গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছ। আজ বুধবার (১৯
ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি
অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার
প্রতিষ্ঠা এবং দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। তাঁরা
গণঅধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে
যাওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের তরুণ সমাজকে অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে
হবে। গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে
ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সমাবেশ শেষে এক গণপদযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলার যুব ও
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।